ওয়েবে শিখুন ওয়ার্ডপ্রেস

৩ জুলাই, ২০১৯ ১৩:৩৪  
ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। নানা সুবিধার মধ্যে ওয়ার্ডপ্রেসে রয়েছে প্লাগইন ইনস্টল করার সুবিধা। যা ওয়েবসাইটকে আরও স্বয়ংক্রিয় করে তোলে। কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হবার ফলে যে কোনো তথ্য সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা যায় এতে। এত সব সুবিধার সিএমএসটি শিখতে নানা রিসোর্স থাকলেও জন্য ওয়ার্ডপ্রেস শেখার সবচেয়ে জনপ্রিয় ৮টি সাইটের ঠিকানা এখানে তুলে ধরা হলো। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অভিজ্ঞরা নিজেরা শিখতে বিশ্বজুড়ে এসব সাইটের সহায়াত নিয়ে থাকেন। নিচের লিংকগুলোতে ক্লিক করলে এসব রিসোর্স সমৃদ্ধ সাইটে যাওয়া যাবে সরাসরি। টর্ক: torquemag.io  মেক ওয়ার্ডপ্রেস কোর: ডব্লিউ পি রেসিপি: make.wordpress.org বব ডব্লিউ পি: bobwp.com ম্যানেজ ডব্লিউ পি : managewp.com ডব্লিউ পি টাটসপ্লাস : managewp.com টম ম্যাক ফারলিন : tommcfarlin.com পিপ্পিন’স প্লাগ-ইনস: pippinsplugins.com স্মেসিং ম্যাগাজিন: www.smashingmagazine.com